সোমবার থেকে নতুন সময়ে মিত্তির বাড়ি-কোন গোপনে, শুরু দাদামণি! জি বাংলার স্লটে বড়সড় বদল, কখন দেখবেন আপনার পছন্দের মেগা

বিনোদন

৭ জুলাই থেকে শুরু হচ্ছে প্রতীক সেনের দাদামণি ধারাবাহিক। চার বোন ও দাদার গল্প নিয়ে আসছে এই মেগা। যাতে নায়িকা চরিত্রে রয়েছেন অনুষ্কা চক্রবর্তী। রাত সাড়ে ৮টায় দেখা যাবে প্রতীক-অনুষ্কার মেগা। আর নতুনের আগমনে, সময় বদলাচ্ছে পুরনো দুই ধারাবাহিক, কোন গোপনে মন ভেসেছে ও মিত্তির বাড়ির। সঙ্গে শেষ হচ্ছে মিঠিঝোরা। চলুন দেখে নেওয়া যাক, সোমবার থেকে জি বাংলায় আপনার পছন্দের ধারাবাহিক কোন সময়ে আসবে।

জি বাংলার ধারাবাহিকের নতুন সম্প্রচারের সময়:

সাড়ে ৫টা: কুসুম

৬টা: তুই আমার হিরো

সাড়ে ৬টা: চিরদিনই তুমি যে আমার

৭টা: জগদ্ধাত্রী

সাড়ে ৭টা: ফুলকি

রাত ৮টা: পরিণীতা

সাড়ে ৮টা: দাদামণি

৯টা: কোন গোপনে মন ভেসেছে

সাড়ে ৯টা: আনন্দী

১০.১৫: মিত্তির বাড়ি

অর্থাৎ সময় বদলাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ও মিত্তির বাড়ি। জি বাংলার এই দুই মেগাই দীর্ঘদিন ধরে স্লটহারা। কোন গোপনে বারবার হারছে গৃহপ্রবেশের কাছে। আর তাই সোমবার থেকে গৃহপ্রবেশ ধারাবাহিকের নতুন প্রতিপক্ষ হতে চলেছে দাদামণি ধারাবাহিক।

আর শ্বেতা ও রণজয় বিষ্ণুর কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক চলে যাচ্ছে রাত ৯টার স্লটে। অর্থাৎ মিত্তির বাড়িকে সরিয়ে, সে এখন চিরসখা-র নতুন প্রতিপক্ষ।

আর শেষ হওয়া মিঠিঝোরা-র জায়গা নিল মিত্তির বাড়ি। অর্থাৎ এবার থেকে ধ্রুব আর জোনাকির গল্প দেখা যাবে রাত ১০-১৫তে। ইতিমধ্যেই অবশ্য ধারাবাহিকের নায়ক আদৃত রায় সেই খবর ভাগ করে নিয়েছেন নিজের দর্শকদের থেকে। ‘ভেন্টিলেশনে’ চলে যাওয়া (টিআরপি কম বলেই হয়তো বলেছেন) ধারাবাহিকটিকে নতুন সময়ে গিয়ে দেখারও আবেদন জানিয়েছেন।

নতুন মেগা দাদামণি:

উড়ান শেষ হতে না হতেই ফিরছেন প্রতীক সেন। অনুষ্কা চক্রবর্তীর প্রথম সিরিয়াল এটি। চার বোন প্রতীকের। নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এক জ্যোতিষী দাদামণি ওরফে বাদশার (প্রতীক সেন) কুষ্ঠি বিচার করে বলছেন যে বোনেদের আগে নাকি তারই বিয়ে হবে। এটা শুনেই তিনি জ্যোতিষীকে তাড়া করেন। অন্য দিকে, দেখা যায় ছোট থেকেই প্রতীক ওরফে বাদশার সঙ্গে বন্ধুত্ব অনুষ্কার ওরফে পার্বতীর। পার্বতী পেশায় ডাক্তার। এখনও তাঁদের বন্ধুত্ব অটুট। এমন অবস্থায় কীভাবে তাঁদের বন্ধুত্ব জমে, কীভাবে হয় প্রেম ও বিয়েটা, গল্প কোন দিকে বাঁক নেয় সেটাই দেখা যাবে এই মেগায়। সঙ্গে বোনদের সঙ্গে দাদার মিষ্টি সমীকরণ তো থাকছেই।

 

Source: bangla.hindustantimes.com


Related News