
Red Fort Security Breach: 'বোমা' নিয়ে ঢুকে পড়ল 'জঙ্গি', স্বাধীনতা দিবসের আগে তৃতীয়বার নিরাপত্তা লঙ্ঘন লালকেল্লায়
সাম্প্রতিককালে তৃতীয়বারের মতো লালকেল্লার নিরাপত্তা বলয় লঙ্ঘিত হল। মক ড্রিলের সময় এক ‘ডামি সন্ত্রাসবাদী’ নকল বোমা নিয়ে লালকেল্লায় প্রবেশ করে বলে জানা গিয়েছে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাকে ধরতে পারেনি।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক 'ডামি সন্ত্রাসবাদী' ফের লালকেল্লার নিরাপত্তা ব্যবস্থার ফাঁক তুলে ধরলেন। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য লালকেল্লায় শিশুদের যে এনক্লোজার তৈরি হয়েছে, সেই পর্যন্ত নকল বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েন সেই 'ডামি সন্ত্রাসবাদী'। মক ড্রিলের সময় এই ঘটনা ঘটে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা সেই 'ডামি সন্ত্রাসবাদীকে' আটকাতে পারেননি। এদিকে সেই 'ডামি সন্ত্রাসবাদীর' কাছে ছিল একটু 'নকল বোমা'।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত লালকেল্লায় ১৫টি এমন সফল মক ড্রিল হয়েছে। তবে বিগত কয়েকদিনে এই নিয়ে তৃতীয়বারের মতো লালকেল্লার নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক দেখা গিয়েছে। এদিকে সাম্প্রতিকতম ঘটনায়, 'ডামি সন্ত্রাসবাদী' পাঁচিল বেয়ে লালকেল্লায় প্রবেশ করেন। সেখানে বেশ কিছু সময় থাকেন। সেখানে সেলফি ও ছবি তোলেন। পরে সেই সব ছবি ও ভিডিয়ো দিল্লি পুলিশের সদর দফতরে পাঠানো হয়। সেই সব তথ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ইউনিটকেও দেওয়া হয়েছে।
এদিকে গত ২ অগস্টের এক ঘটনায় লালকেল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া পুলিশকর্মীদের মধ্যে কনস্টেবল এবং হেড কনস্টেবল পদের কর্মীরা আছেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে এই সাম্প্রতিকতম ঘটনায় কোনও পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
এর আগের ঘটনা নিয়ে দিল্লি পুলিশ জানিয়েছিল, গত ২ অগস্ট স্পেশাল সেলের একটি দল মহড়া হিসেবে লালকেল্লায় ঢুকে একটি নকল বোমা রেখে আসে। নিরাপত্তার দায়িত্বে থাকা ওই ৭ জন পুলিশকর্মীকে সেই নকল বোমাটি খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তাঁরা সেটা করতে ব্যর্থ হয়েছিলেন। এর জেরেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী দিল্লিতে জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে সেই নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সম্প্রতি লালকেল্লায় আবার জোর করে ঢোকার চেষ্টা করেছিল পাঁচ বাংলাদেশি। এই ঘটনায় সেই সব বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি গতকাল গভীর রাতে জানায় দিল্লি পুলিশ। ধৃতরা সকলেই দিল্লিতেই দিনমজুরের কাজ করত। এদিকে লালকেল্লার কাছেই তারা থাকত। তাদের বসবাসের জায়গায় তল্লাশি চালিয়ে দুটো কার্তুল পেয়েছিল পুলিশ।
Source: bangla.hindustantimes.com