Indian Army Chief on War: 'পরবর্তী যুদ্ধ খুব তাড়াতাড়ি হতে পারে', মুনিরের হুমকির আগেই কি কিছু আঁচ করেছে ভারতীয় সেনা?

হোম

পহেলগাঁও হামলার কয়েক দিন আগেই বিষ ছড়িয়েছিলেন আসিম মুনির। এদিকে ফের একবার ভারতের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেছেন পাকিস্তান ফিল্ড মার্শাল। আমেরিকায় দাঁড়িয়ে এই সব মন্তব্য করেছিলেন তিনি। এর কয়েকদিন আগেই অবশ্য ভারতীয় সেনা প্রধান ইঙ্গিত দিয়েছিলেন, ভারত আগামী যুদ্ধে খুব তাড়াতাড়ি জড়াতে পারে।

সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারকে হুমকি দিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আসিম মুনির। এর আগে পহেলগাঁও হামলার কয়েকদিন আগেও তিনি ভারত নিয়ে উস্কানিমূলক এবং বিস্ফোরক সব মন্তব্য করেছিলেন। আর সম্প্রতি আইআইটি মাদ্রাজে একটি অনুষ্ঠানে ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইঙ্গিত দিয়েছিলেন, শীঘ্রই ভারত ফের যুদ্ধে লিপ্ত হতে পারে।

সেনার প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনা প্রধান বলছেন, 'পরবর্তী যে যুদ্ধ হবে, তা খুব তাড়াতাড়ি হতে পারে। এর জন্য আমাদের সেই মতো প্রস্তুত থাকতে হবে। আর এবার আমরা একসঙ্গে মিলে এই লড়াই লড়ব।' এদিকে সেই অনুষ্ঠানেই পাকিস্তানি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে কটাক্ষ করেছিলেন জেনারেল দ্বিবেদী। তিনি বলেছিলেন, পাকিস্তান মনে করে তারা যুদ্ধ জিতেছে, কারণ তাদের সেনা প্রধান ফিল্ড মার্শাল হয়ে গিয়েছে।

এদিকে মার্কিন মুলুকে দাঁড়িয়ে একটি অনুষ্ঠানে পাক সেনা প্রধান আসিম মুনির বলেছেন, পাকিস্তান নাকি এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে। এই আবহে স্বভাবতই প্রশ্ন উঠছে, বাংলাদেশকে কি পাকিস্তান সেই ক্ষেত্রে 'বেস' হিসেবে ব্যবহার করবে? দ্য প্রিন্টের প্রকাশিত খবর অনুযায়ী, মুনির আমেরিকায় দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে বলেছেন, 'এবার আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব। যেখানে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ রয়েছে। তারপর আমরা পশ্চিমের দিকে যাব।'

প্রসঙ্গত, অপারেশন সিঁদুর স্থগিত হওয়ার কয়েক মাস যেতে না যেতেই পাক অধিকৃত কাশ্মীরে নাকি ফের সন্ত্রাসীদের ঘাঁটি গড়ে উঠছে। এদিকে সম্প্রতি দিল্লিতে পরপর উচ্চ পর্যায়ের বৈঠকে ইসলামাবাদেও গুঞ্জন শুরু হয়েছে। কাশ্মীরেও পরপর জঙ্গি দমন অভিযান চলেছে। এই সবের মাঝে পাকিস্তানের সেনার আইএসপিআর-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীও কয়েকদিন আগেই দাবি করেছিলেন, আরও একবার অপারেশন সিঁদুরের মতো অভিযান হলে পাকিস্তান নাকি পূর্ব ভারতে হামলা করবে।

এদিকে ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, এরপর থেকে ভারতে কোনও জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবেই দেখবে তারা। সন্ত্রাসী হামলাকে 'ছায়াযুদ্ধ' হিসেবে গণ্য করা হবে না। এই আবহে জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তানি সেনা হবে ভারতের নিশানায়। ভারত সরকারের এহেন অবস্থানে এমিতেই হাঁটু কাঁপতে শুরু করেছে পাকিস্তানের। তবে তা সত্ত্বেও নিজেদের অভিসন্ধি ত্যাগ করেনি রাওয়ালপিন্ডির সেনা আধিকারিকরা। এই আবহে তাঁরা পূর্ব ভারতকে নিশানা করার নতুন ছক কষেছে।

 

 

Source: bangla.hindustantimes.com


Related News