Farmers support Narendra Modi in Tariff war: ট্রাম্পের দাদাগিরিতে 'লাভ' মোদীর, শুল্ক যুদ্ধে পেলেন কৃষকদের সমর্থন

হোম

কৃষকদের সমর্থন আদায় করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাতকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি।

একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেশের বহু কৃষক আন্দোলন করেছিলেন। আর বর্তমান পরিস্থিতিতে মার্কিন বাণিজ্য চুক্তি ইস্যুতে তাঁর দৃঢ় অবস্থানকে কুর্নিশ জানাচ্ছেন সেই কৃষক সমাজই। কৃষকদের সমর্থন আদায় করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাতকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি।

ট্রাম্প ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার একদিন পরে, মোদী তাঁর সমর্থকদের বলেছিলেন যে তিনি এর জন্য ব্যক্তিগত মূল্য দিতেও প্রস্তুত, কিন্তু কৃষকদের স্বার্থ তিনি রক্ষা করবেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী মোদীর শীর্ষ সহযোগীরা ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন চাপের মুখেও ভারতের কৃষি ও দুগ্ধ বাজার খুলে দিতে প্রস্তুত নয় সরকার।

এই আবহে মঙ্গলবার বড় কৃষক সংগঠনগুলি কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে সরকারকে সাহায্যের আশ্বাস দেয়। এসবই ঘটেছে বিহারের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে, যেখানে জনসংখ্যার অর্ধেকেরও বেশি কৃষি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। এদিকে সিভোটারের সমীক্ষা অনুযায়ী, ১ অগস্টে মোদীর প্রতি 'অত্যন্ত সন্তুষ্ট' জনগণের হার ৪৬ শতাংশ।

সাম্প্রতিক দিনগুলিতে ট্রাম্পের 'ভারত বিরোধী' বিবৃতির জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া মনোভাব তৈরি হয়েছে ভারতীয়দের মনে। সেই মনোভাবকে মোদীর সমর্থনে পরিণত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। এরই মাঝে বিরোধী দল এবং কৃষক গোষ্ঠীগুলি সরকারকে সতর্ক করে দিয়েছে যে তারা যেন আমেরিকাকে খুব বেশি ছাড় না দেয়।

এর আগে ২০২১ সালে কৃষকদের বছরব্যাপী আন্দোলন মোদী সরকারকে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল। এখন মোদী মার্কিন সংস্থাগুলিকে কৃষি ও দুগ্ধ খাতে ঢুকতে না দিয়ে গ্রামীণ ভোটব্যাঙ্ককে সুসংহত করার চেষ্টা করছেন। উল্লেখ্য, আমেরিকার জেনেটিকালি মোডিফায়েড শস্য বা 'ননভেজ' দুধ ভারতের বাজারে বিক্রি হতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত সরকার।

তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদীকে ট্রাম্পের ঘনিষ্ঠ বলে কটাক্ষ করে চলেছেন। এর আগে রাহুল গান্ধী দাবি করেছিলেন, মোদী সরকার সময়সীমার আগেই ট্রাম্পের সামনে মাথা নত করবেন এবং বাণিজ্য চুক্তি সম্পন্ন করবেন। তবে তেমনটা হয়নি। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, শুল্কের প্রভাব থেকে কৃষকদের রক্ষা করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি।

 

 

Source: bangla.hindustantimes.com


Related News