
Stray Dogs News Latest Update: ২৮০০ কুকুরকে মেরে ফেলেছি খাবারে কিছু মিশিয়ে, পুঁতে দিয়েছি গাছের নীচে, দাবি নেতার
প্রায় ২,৮০০ কুকুরকে মেরে ফেলেছি খাবারে কিছু মিশিয়ে। পুঁতে দিয়েছি গাছের নীচে। এমনই দাবি করলেন এক নেতা। তাঁর মন্তব্য এমন একটা সময় সামনে এসেছে, যখন পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে বিতর্ক তৈরি হয়েছে।
প্রায় ৩,০০০ কুকুরকে হত্যা করেছেন বলে দাবি করলেন কর্ণাটকের জনতা দল (সেকুলার) নেতা এসএল ভোজেগৌড়া। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যদিও নিজের অবস্থানে অনড় থেকে জেডিএস নেতা তথা কর্ণাটকের বিধান পরিষদের সদস্য দাবি করেছেন, শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে ২,৮০০ কুকুরকে হত্যা করেছেন। সেজন্য জেলে যেতেও রাজি আছেন বলে দাবি করেছেন কর্ণাটকের নেতা।
বিধান পরিষদের সদস্য দাবি করেছেন, তিনি যখন চিকমাগালুরু মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রধান ছিলেন, সেইসময় কুকুরদের হত্যা করিয়েছিলেন। তিনি বলেন, 'পশুদের নিয়ে আমাদেরও উদ্বেগ আছে। কিন্তু পশুপ্রেমিকরা আলাদা ধরনেরই ভয়ের হন। কিন্তু আপনারা বাচ্চাদের কষ্ট বুঝুন। রোজ কাগজ এবং টিভিতে আপনারাও দেখেন। প্রতিদিন এরকম হচ্ছে।'
তিনি আরও বলেছেন, 'আমরা প্রতিদিন কুকুরের কামড়ানোর ঘটনা দেখছি। আহতদের হাসপাতালে ভরতি হতে হচ্ছে। কেউ যদি রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন, তাহলে সরকার যেন তাঁদের বাড়ির মধ্যে কয়েকটি কুকুর ছেড়ে দেয়, যাতে তাঁরা বাস্তবটা বুঝতে পারবেন।' সেইসঙ্গে তিনি বলেন, ‘যদি ওঁদের সন্তানকে পথকুকুর কামড়ায়, তাহলে ওঁরা করবেন?’
কীভাবে কুকুরদের হত্যা করা হয়েছিল, তাও বিস্তারিতভাবে জানিয়েছেন কর্ণাটক বিধান পরিষদের সদস্য। তিনি বলেছেন, '(কুকুরের) মাংসের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়েছিলাম আমরা। প্রায় ২,৮০০ কুকুরকে খাইয়েছিলাম। আর নারকেল গাছের তলায় পুঁতে দিয়েছিলাম। আমাদের ছেলেমেয়েদের সুরক্ষার জন্য প্রয়োজন হলে জেলেও যেতে রাজি আছি।' সেইসঙ্গে তিনি দাবি করেন, কুকুরদের মৃতদেহকে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
আর তিনি এমন সময় সেই মন্তব্য করেছেন, যখন দিল্লির পথকুকুরদের সরিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে বিতর্ক শুরু হয়েছে। তারপর বিষয়টি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চের কাছে। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবারই সেই মামলার শুনানি হবে। সোমবার শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন থেকে সরিয়ে দিতে হবে ৫,০০০ পথকুকুরকে।
Source: bangla.hindustantimes.com