
Bagdogra-Gangtok: বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা চালু, টিকিটের খরচ কত? লাগেজ কতটা নেওয়া যাবে?
কতক্ষণের মধ্যে বাগডোগরা থেকে গ্যাংটক যাওয়া যাবে? রইল হেলিকপ্টার পরিষেবার বিস্তারিত।
বাগডোগরা থেকে গ্যাংটক পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস চালু হয়ে গেল। গতকাল রবিবার ১৭ অগস্ট থেকে এই পরিষেবা চালু হয়েছে। এমআই ১৭২ হেলিকপ্টার এই পথে যাতায়াত করছে। বহুদিন ধরেই এই হেলিকপ্টার পরিষেবার আপেক্ষা ছিল। আর এবার তা সম্পন্ন হতে চলেছে। এই পরিষেবার উদ্যোগ ‘সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন’ এবং ‘ স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড’র। ।
হেলিকপ্টার পরিষেবার হাত ধরে বাগডোগরা থেকে গ্যাংটক পৌঁছানো যাবে মাত্র আধ ঘণ্টায়। এর আগে, এই পথ অনেকেই সড়ক মাধ্যমে পার হতেন। তাতে অনেকটা বেশি সময় লাগত। জানা গিয়েছে, এমআই ১৭২ হেলিকপ্টারে একসঙ্গে ২০ জন যাত্রী যেতে পারবেন। আর প্রত্যেক যাত্রী সঙ্গে রাখতে পারবেন ১০ কেজি পর্যন্ত মালপত্র।
এই সফরে টিকিটের খরচ ৪৫০০ টাকা। এই টিকিট বুক করতে গেলে বাগডোগরা বিমান বন্দরে হেলিকপ্টার সার্ভিস অফিসে ফোন করতে পারেন। সেক্ষেত্রে ফোন নম্বর হল- ০৩৫৯২-২০৩৯৬০ ও ৭৩১৮৯০৬৬৭৭। এই পরিষেবা বুকিং করা যেতে পারে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
হেলিকপ্টারটি সকাল ৯টা ৩৫ মিনিটে ছাড়বে আর সেটি বাগডোগরায় পৌঁছবে সকাল ১০ টা ১০-এ। ফের বাগডোগরা থেকে সেটি ছাড়বে ১০ টা ৪০ মিনিটে। গ্যাংটকে সেটি পৌঁছবে ১১ টা ১৫ মিনিটে। পরে গ্যাংটক থেকে হেলিকপ্টার ছাড়বে দুপুর ১২ টা ২৫ মিনিটে। সেটি বাগডোগরায় পৌঁছবে ১ টা নাগাদ। ফের বাগডোগরা থেকে সেটি ছাড়বে ১ টা ৩০ মিনিটে। তবে এই পরিষেবার অনেকাংশই নির্ভর করছে স্থানীয় আবহাওয়ার ওপর।
Source: bangla.hindustantimes.com