
MBSG vs EB Kolkata Derby Update: মোহনবাগান নয়, ‘সুপার জায়ান্টকে’ হারিয়েছে ইস্টবেঙ্গল! দাবি খোদ সবুজ-মেরুন সভাপতির
যুবভারতীয় ডার্বিতে হারের পরে মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত বলেন, 'আজ তো ওরা (ইস্টবেঙ্গল) সুপার জায়ান্টের এগেনস্টে খেলেছে। ওরা তো মোহনবাগানের এগেনস্টে নামেনি। যেদিন মোহনবাগানের এগেনস্টে নামবে, সেদিন বুঝতে পারবে যে মোহনবাগান কাকে বলে।' আর সেই মন্তব্যের জেরে ইস্টবেঙ্গল সমর্থকরা বলতে শুরু করেছেন, এতদিন তাঁরা যেটা বলতেন, এখন সেটা বললেন খোদ মোহনবাগান সভাপতি।
যদিও কেন সেই কথাটা বলেছেন, তাও ব্যাখ্যা করে দিয়েছেন মোহনবাগানের সভাপতি। একরাশ হতাশা নিয়ে যুবভারতী ছাড়ার আগে তিনি বলেন, ‘কাল দেখছিলাম। ওদের কোনও একজন কর্মকর্তা বলেছেন যে আমরা তো মোহনবাগানের সঙ্গে খেলতে যাচ্ছি না। আমরা তো সুপার জায়ান্টের সঙ্গে খেলতে যাচ্ছি। তাহলে তো আজ সুপার জায়ান্টের কাছে হেরেছে। মোহনবাগানকে তো হারায়নি। যেদিন মোহনবাগানের সঙ্গে খেলা হবে, সেদিন মোহনবাগান বুঝিয়ে দেবে।’
তবে সেইসব ছাপিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হারের জন্য মূলত খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব এবং ভাগ্যকে দোষারোপ করেছেন মোহনবাগান সভাপতি। তিনি বলেন, 'টিমটার প্লেয়াররা সবে এসেছে। কেউ-কেউ দু'দিনও প্র্যাকটিস করেনি। অভিষেক সিংকে ভালো করে চেনেই দিমি (দিমি পেত্রাতোস)।
সেইসঙ্গে তিনি দাবি করেন, রবিবার ভাগ্যের একদম সহায়তা পায়নি মোহনবাগান। লিস্টন কোলাসোর যে শটটা বারপোস্টে লেগেছিল, তাহলে ম্যাচের ফল অন্য হতে পারে। তাঁর কথায়, 'আমাদের (ফুটবলারদের) ফিটনেস যে অবস্থায় আছে, সেই অবস্থায় ম্যাচ জিতলে অবিশ্বাস্য হত। ওরা সিনিয়র দলকে কলকাতা লিগে খেলিয়ে অনেকটা এগিয়ে আছে। আমি আগেও বলেছিলাম যে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে।'
আর ডুরান্ডের সেমিতে ওঠার পরে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার মোহনবাগানকে কটাক্ষ করে বলেছেন যে সবুজ-মেরুন ব্রিগেডের কোনও রুচি এবং সংস্কৃতি নেই। সুপার জায়ান্টের হিসাব না ধরলে এখনও মোহনবাগানের থেকে অনেক বেশি ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল।
Source: bangla.hindustantimes.com