Mahua Mitra on EC claim: 'মুখ্য নির্বাচনী কমিশনারের জেল হওয়া উচিত! আমাদের IQ বিজেপি লোকদের মতো ভাববেন না'

হোম

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র নির্বাচন কমিশনকে আক্রমণ শানালেন। বিহারে ২২ লাখ মৃত ভোটারের বিষয়ে নির্বাচন কমিশনের দাবি নিয়ে তিনি এই আক্রমণ করেছেন। মহুয়া বলেন, যদি সত্যিই এমনটা হয়ে থাকে, তাহলে গত কয়েক বছরে নির্বাচন কমিশনের প্রত্যেক আধিকারিক এবং মুখ্য নির্বাচন কমিশনারের জেলে থাকা উচিত। নির্বাচন কমিশন ভোট চুরির অভিযোগ এবং বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে রবিবার প্রেস কনফারেন্স করে। তাতে নির্বাচন কমিশন বলে, বিহারে যে ২২ লাখ মৃত ভোটার রয়েছেন, তাঁদের মৃত্যু গত ছয় মাসে হয়নি। বরং তাঁদের মৃত্যু গত কয়েক বছরে হয়েছে। নির্বাচন কমিশন আরও দাবি করে যে যদিও তাঁদের রেকর্ডে নথিভুক্ত করা যায়নি। কমিশনের এই দাবির উপরেই মহুয়া ক্ষোভপ্রকাশ করেছেন।

মহুয়া মৈত্র নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োর ক্যাপশনে মহুয়া লিখেছেন, ‘স্যার, আমাদের গড় আইকিউকে (বুদ্ধি) বিজেপি ক্যাডারদের মতো মনে করবেন না।’

তৃণমূল সাংসদ আরও লিখেছেন যে আজ আপনাদের করা দাবি শুনে হাসি পাচ্ছিল। তিনি বলেন যে গত কয়েক বছরে প্রতি বছর বিহারে ভোটার তালিকায় সংশোধন করা হয়েছে। এই সবকিছু নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে। যদি এরপরেও ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম সরানো না গিয়ে থাকে, তাহলে এর জন্য কাকে দোষ দেওয়া উচিত? তাহলে ভুলটা কার?

কৃষ্ণনগরের সাংসদ আরও বলেন যে যদি পরিসংখ্যান ঠিক না থাকে, তাহলে ভুলটা কার? এই সবকিছু তো আপনারাই দেখাশোনা করেছেন। তাই আপনারাই এর জন্য সম্পূর্ণরূপে দায়ি। মহুয়া নিজের ভিডিয়োয় দ্বিতীয় বিষয় উত্থাপন করে বলেন যে আপনারা বিরোধীদের উপরে মিথ্যা ছড়ানোর অভিযোগ করছেন। তিনি বলেন যে সুপ্রিম কোর্ট আপনাদের নির্দেশ দিয়েছে যে বিহারের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ৬৫ লাখ ভোটারের সংখ্যা সামনে আনা হোক। আমরা তো এটাও জানি না যে এই ৬৫ লাখ লোক কারা?

 

 

Source: bangla.hindustantimes.com


Related News