Mohun Bagan vs East Bengal Derby: ফেসবুকের জবাব মাঠে! মোহনবাগানকে হারিয়ে ডুরান্তের সেমিতে ইস্টবেঙ্গল, সামনে কারা?

ক্রীড়া

ডুরান্ড কাপের রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুুপার জায়ান্টকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে নামবে লাল-হলুদ বাহিনী। আগামী বুধবার যুবভারতীতে দ্বিতীয় সেমিফাইনাল হবে। কোয়ার্টারের প্রথমার্ধ ছিল ইস্টবেঙ্গলের। দ্বিতীয়ার্ধ ছিল মোহনবাগানের দখলে।

ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সুপার জায়ান্টের তরফে হামেশাই ইস্টবেঙ্গলকে খোঁচা দেওয়া হয়। আর সেই খোঁচার জবাব মরশুমের প্রথম ডার্বিতে (বড়দের ডার্বি) মাঠেই দিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দিল লাল-হলুদ বাহিনী। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন দিমিত্রিয়স দিয়ামান্তোকোস। মোহবনবাগানের হয়ে গোল করেন অনিরুদ্ধ থাপা।

রবিবাসরীয় যুবভারতীতে প্রথম থেকেই ইস্টবেঙ্গলের খেলায় বেশি ধার ছিল। জোসে মোলিনার ছেলেরা একেবারেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। তারইমধ্যে ২৬ মিনিটে দ্রুত ফ্রি-কিক নিয়ে মোহনবাগানের জালে বল ঢুকিয়ে দেয় ইস্টবেঙ্গল। তবে গোল বাতিল করে দেন ইস্টবেঙ্গল। তার ঠিক ১২ মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিমিত্রিয়স দিয়ামান্তোকোস। সেই গোলের সুবাদে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

লিস্টন কোলাসোর শট বারে লেগে বেরিয়ে যায়। তারপর ৬৮ মিনিটে ব্যবধান কমিয়ে ফেলেন অনিরুদ্ধ থাপা। চার মিনিট পরেই আশিস রাইয়ের দুর্ধর্ষ শট কোনওক্রমে রুখে দেন প্রভসুখন গিল। সেইসময় ইস্টবেঙ্গল খেলোয়াড়দের একেবারে দিশেহারা লাগছিল। তারপর একাধিক আক্রমণাত্মক পরিবর্তন করেন মোলিনা। তাতে অবশ্য লাভ হয়নি। ২-১ গোলে জিতে যায় ইস্টবেঙ্গল।

আর সেমিফাইনালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। রবিবার জামশেদপুর এফসিকে ০-২ গোলে হারিয়ে দিয়েছেন মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ কিবু ভিকুনার ছেলেরা। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন রুয়াতকিমা। ৪১ মিনিটে দ্বিতীয় গোলটা করেন। ফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে থাকে ডায়মন্ড হারবার।

বিরতির পরে জামশেদপুর নিজেদের দখলে বেশি বল রাখলেও একেবারে দাঁতে দাঁত চেপে ডিফেন্স করতে থাকে ডায়মন্ড হারবার। তবে মাঝেমধ্যে কাউন্টার অ্যাটাকে জামশেদপুরকে রীতিমতো চাপে ফেলে দিতে থাকেন লুকা মাজসেন, জবি জাস্টিনরা। তাঁরা গোল পেয়ে গেলে আরও বড় ব্যবধানে জিতে জামশেদপুর ছাড়তে পারতেন কিবুরা। তবে তারপরও অসন্তুষ্ট হওয়ার কথা স্প্যানিশ কোচের। কারণ ডুরান্ডে প্রথমবার খেলতে নেমেই সেমিতে উঠল ডায়মন্ড হারবার।

 

 

Source: bangla.hindustantimes.com


Related News