
Kerala Book on Netaji: 'ব্রিটিশদের ভয়ে জার্মানি পালিয়েছিলেন নেতাজি', কেরলের বইয়ে বড় ভুল; কী বলছে সরকার?
কেরলের বইয়ে নেতাজিকে নিয়ে ভ্রান্ত দাবি। এই নিয়ে বিতর্ক তৈরি হতেই পদক্ষেপ করল কেরলের বাম সরকার। এদিকে ভুলের দায় অবশ্য নিজেদের ঘাড়ে নিতে নারাজ সরকার। তবে বইয়ে নেতাজি সম্পর্কিত ভুল তথ্য দেওয়ার জন্য যে শিক্ষক দায়ী, তাঁকে ভবিষ্যতে আর প্যানেলে না রাখার কথা বলা হয়েছে।
স্কুলের খসড়া পাঠ্যপুস্তকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ভ্রান্ত দাবি করায় বিতর্ক তৈরি হল কেরলে। একই সঙ্গে সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নেতাজির ইতিহাসে যে ভুল ছিল, তা অবিলম্বে সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকের শিক্ষক হ্যান্ডবুকে বলা হয়েছিল, ব্রিটিশদের ভয়ে নেতাজি সুভাষ জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন।
কেরলের সাধারণ শিক্ষামন্ত্রী ভি সিভানকুট্টি সোমবার জানিয়েছেন, খসড়া শিক্ষক হ্যান্ডবুকে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তথ্যগত ভুলের জন্য দায়ী প্যানেল সদস্যকে ভবিষ্যতে অ্যাকাডেমিক কাজ থেকে নিষিদ্ধ করা হবে। সিভানকুট্টি একটি ফেসবুক পোস্টে স্বীকার করেছেন যে চতুর্থ শ্রেণির পরিবেশ অধ্যয়নের শিক্ষকদের খসড়া সংশোধিত পাঠ্যপুস্তকে 'ঐতিহাসিক ভুল' রয়েছে।
কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি)-এর এক সদস্য এই ত্রুটির জন্য দায়ী বলে জানিয়েছেন তিনি। সিভানকুট্টি বলেন, বিষয়টি নজরে আসার পর এসসিইআরটি-কে ভুল সংশোধন করে সঠিক ঐতিহাসিক বিবরণ সহ পুস্তিকাটি পুনরায় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সংশোধিত সংস্করণটি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানান তিনি।
আরএসএস অনুমোদিত অখিল ভারতীয় বিদ্যা পরিষদ জানিয়েছে, বইটিতে আরও অনেক ভুল রয়েছে। এবিভিপির জাতীয় সম্পাদক শ্রাবণ বি রাজ বলেন, 'ইতিহাস বিকৃত করা বরাবরই সিপিএমের অ্যাজেন্ডা। এমন অনেক বই রয়েছে যেখানে ঝাড়খণ্ড ও অসমকে মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে। দেশের ঐক্য ও অখণ্ডতাকে ধ্বংস করাই বামপন্থীদের অ্যাজেন্ডা।'
শিক্ষামন্ত্রী সিভানকুট্টি বলেন, 'রাজ্য সরকারের মনোভাব কেন্দ্রীয় সরকারের মতো নয়। তারা রাজনৈতিক উদ্দেশ্যে ঐতিহাসিক তথ্যকে বিকৃত করে। এই পাঠ্যক্রম সংশোধনের সময়, আমরা ঐতিহাসিক ঘটনাগুলি উপস্থাপনের নীতি অনুসরণ করেছি যা শিশুদের কাছে সাংবিধানিক লক্ষ্য নির্ধারণ করে। এবং আমরা এটি অব্যাহত রাখব।'
Source: bangla.hindustantimes.com