USS Santa Barbara in Sri Lanka: মিসাইল টেস্ট করবে ভারত? নজরদারি চালাতেই কি পড়শি দেশে রণতরী পাঠাল আমেরিকা?

আন্তর্জাতিক

প্রায় ৫০০০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে ভারত নোটাম জারি করেছে বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরে। এই আবহে ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কায় এসেছে মার্কিন রণতরী। ভারতের নোটাম জারির সময়ের জন্য শ্রীলঙ্কাতেই থাকবে এই মার্কিন রণতরী।

সাম্প্রতিককালে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে চিড় ধরেছে। এরই মাঝে ভারতের পড়শি দেশে রণতরী পাঠিয়েছে আমেরিকা। এই আবহে প্রশ্ন উঠেছে, ভারতের ওপর নজরদারি চালাতেই কি এই রণতরী নিয়ে হাজির হল মার্কিন সেনারা? উল্লেখ্য, ভারত ২০-২১ অগস্ট একটি মিসাইল পরীক্ষা করতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহে ভারতের পড়শি দেশের বন্দরে মার্কিন রণতরীর এই আবির্ভাব নিয়ে কৌতুহল জেগেছে অনেকেরই মনে।

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে এসেছে মার্কিন রণতরী ইউএসএস সান্তা বারবারা। এই যুদ্ধজাহাজটি শ্রীলঙ্কায় থাকবে আগামী ২২ অগস্ট পর্যন্ত। এদিকে ২০-২১ অগস্ট ভারতের তরফ থেকে বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছে। এই আবহে মনে করা হচ্ছে, ভারত এই সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে সাগরে। এহেন পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর আগমনে উঠছে বহু প্রশ্ন।

অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনীই পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হামলা করতে। চারদিনের সংঘাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সম্মুখসমরে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তবে ভারতীয় নৌসেনা কোনও হামলায় অংশ নেয়নি। পরে ১০ মে প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত। এই আবহে অপারেশন সিঁদুরে সরাসরি কোনও অংশ নেয়নি নৌবাহিনী। তবে মুনিরের হুমকির আবহে আরব সাগরে যুদ্ধ অনুশীলন করে নৌসেনা। আর এবার বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপের পরীক্ষা চালাতে পারে ভারত।

কয়েকদিন আগেই পাক সেনা প্রধান অর্ধেক বিশ্ব পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এর পর ভারত মিসাইল পরীক্ষণ করবে বঙ্গোপসাগর/ভারত মহাসাগরে। তার জন্য ২০ এবং ২১ অগস্ট জারি হয়েছে নোটাম। এর আগে ২৫৩০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছিল। তা বাড়িয়ে এবার ৪৯৭৫ কিমি (উত্তর প্রান্ত থেকে দক্ষিণের দৈর্ঘ্য) করা হয়েছে।

এদিকে এই নোটাম ঠিক কী কারণে জারি করা হয়েছে, ভারত কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে কি না, এই সব নিয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি এখনও। এই আবহে ভারতের এই নোটাম জারির বিষয়টি নিয়েও কৌতুহল বেড়েছে। ওড়িশা উপকূল থেকে ২৫৩০ কিমি জারি হয়েছে নোটাম। এবং তারপর প্রায় হাজারের বেশি কিমি এলাকায় নোটাম জারি করা হয়নি। তারপর ফের ভারত মহাসাগরে প্রায় কয়েকশো কিমি এলাকা জুড়ে নোটাম জারি করেছে ভারত।

 

 

Source: bangla.hindustantimes.com


Related News