Mumbai & Maharashtra Heavy Rain, Flood Update: প্রবল বৃষ্টিতে ডুবেছে মুম্বই, মহারাষ্ট্র জুড়ে মৃত ৬, বন্যায় নিখোঁজ ৫

হোম

প্রবল বৃষ্টি এবং বন্য পরিস্থিতিতে মুম্বইতে একজন প্রাণ হারিয়েছেন মঙ্গলবার। এদিকে মহাাষ্ট্রের অন্যান্য জেলায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। এদিকে প্রবল বর্ষণের জেরে তৈরি হওয়া বিপর্যয়ে নিখোঁজ পাঁচজন।

মঙ্গলবার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই এবং মহারাষ্ট্রের একাধিক জেলা। বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। বন্যা পরিস্থিতির জেরে নিখোঁজ হয়েছেন অনেকে। রাজ্য জুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। তবে ভারী বৃষ্টির জেরে তা ব্যাহত হচ্ছে।

মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাত ও বন্যাজনিত দুর্যোগের জেরে ৬ জন প্রাণ হারিয়েছেন। বন্যার মতো পরিস্থিতিতে নান্দেড় জেলায় ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। তবে আবহওয়া প্রতিকূল থাকায় উদ্ধারকার্যে বাধা পড়ছে।

মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৮টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) ৬টি দল মোতায়েন রয়েছে। এসডিআরএফ নান্দেড় জেলার মুখেদ তালুক থেকে এখনও পর্যন্ত ২৯৩ জনকে উদ্ধার করেছে। বাকি নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি জারি আছে। তবে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির জন্যে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির জেরে মহারাষ্ট্রের বিড জেলায় ১ জন মারা গিয়েছেন। মুম্বইতে ১ জন মারা গিয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। এবং নান্দেড় জেলায় ৪ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। মুম্বই সহ মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলির বহু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত ভিখরোলিতে ২৫৫.৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাইকুল্লায় বৃষ্টি হয়েছে ২৪১ মিলিমিটার। সান্তাক্রুজ, জুহু এবং বান্দ্রায় যথাক্রমে ২৩৮.২ মিলিমিটার, ২২১.৫ মিলিমিটার এবং ২১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই আবহে শহরের বিভিন্ন প্রান্ত কোমর বা হাঁটু সমান জলে ডুবে গিয়েছে। এদিকে বুধ এবং বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস আছে মুম্বই সব মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায়।

 

 

Source: bangla.hindustantimes.com


Related News