Shashi Tharoor on Op Sindoor Ceasefire: পাকিস্তানের সাথে সংঘর্ষবিরতি নিয়ে ভারতের অবস্থান নিয়ে মুখ খুললেন শশী, বললেন...

হোম

সাম্প্রতিক সময় বারংবার ট্রাম্প দাবি করেছেন, তাঁর হস্তক্ষেপেই সংঘর্ষবিরতি হয়েছে ভারত-পাকের মধ্যে। তবে কংগ্রেস সাংসদ শশী থারুর স্পষ্ট বললেন, ট্রাম্প নন, ভারতীয় সেনার সফল হামলার ফলেই গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষবিপরিতর আবেদন জানিয়েছিল পাকিস্তানি সেনা।

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের প্রশংসা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। অপারেশন সিঁদুরের প্রশংসা করে মঙ্গলবার তিনি বলেছেন, এই অভিযান একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে 'আমরা চুপ করে বসে থাকব না, সন্ত্রাস আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে'।

চারদিনের সামরিক সংঘাতের পর মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির বিষয়ে ভারত সরকারের অবস্থানকেও সমর্থন করেন শশী। তিনি বলেন, 'ট্রাম্প নন, ভারতের সফল হামলার জেরে পাকিস্তানই ভারতের সঙ্গে যুদ্ধবিরতির আবেদন করেছিল। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত দাবি করে আসছেন যে তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে।

এদিকে ভারত-পাকিস্তান সম্পর্ক আজ কোথায় দাঁড়িয়ে? এই প্রশ্নের জবাবে শশীর পালটা প্রশ্ন, 'পাকিস্তান কি কখনও ভাল প্রতিবেশী হতে পারে?' থারুর বলেন, '৯-১০ মে রাতে সফল হামলা এবং ১০ মে সকালে দিল্লিতে ক্ষেপণাস্ত্র হামলার সময় পাকিস্তান বিপর্যস্ত হয়ে পড়েছিল। ভারতের সক্ষমতার ফলেই পাকিস্তানি ডিজিএমও শান্তির আহ্বানে জানিয়েছিলেন ভারতের ডিজিএমও-কে।

অপারেশন সিঁদুরের পরে ভারত সরকারের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী, ডিজিএমও পর্যায়ের আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষবিরতি প্রতিষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেনি। ঘটনা হল, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ১০ মে সকাল ৯.৩৮ মিনিটে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে বলেছিলেন যে পাকিস্তানিরা যুদ্ধবিরতি চাইছে। নূর খান বিমান ঘাঁটি ব্রহ্মস ও স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার পর এ ঘটনা ঘটে।

সচিব রুবিওর সঙ্গে কথা শোনার পর জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, রাওয়ালপিন্ডি সিরিয়াস হলে প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব আসতে হবে। সেই মতো পাকিস্তানি সেনা ভারতের ডিজিএমও-কে ফোন করে। তবে গত ১১ আগস্ট ব্রাসেলসের কাছে গ্রুট-বিজগার্ডেন ক্যাসেলে ওভারসিজ পাকিস্তানি ফাউন্ডেশন আয়োজিত এক রুদ্ধদ্বার সংবর্ধনা অনুষ্ঠানে মুনির বানিয়ে বানিয়ে মন্তব্য করেন। তাঁর দাবি, ভারতই নাকি সংঘর্ষবিরতির জন্য ট্রাম্পের হাতেপায়ে ধরেছিল। 

 

 

 

Source: bangla.hindustantimes.com


Related News