
Bangladesh army chief Latest: ‘ভুল বুঝতে পারবে, লজ্জিত হবে..’, কাদের নিয়ে এমন বার্তা বাংলাদেশের সেনাপ্রধানের মুখে?
বাংলাদেশের সেনাপ্রধান ‘অফিসার্স অ্যাড্রেসে’ সাফ জানান,কোনওভাবেই প্রতিশোধমূলক কাজে বাংলাদেশের সেনাবাহিনীকে জড়ানো যাবেনা।
বাংলাদেশের ঢাকার ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে মঙ্গলবার একাধিক বক্তব্য রাখেন বাংলাদেশের সেনাপ্রধান। বিভিন্ন ইস্যুতে তিনি বক্তব্য রাখার মাঝে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের সেনা বাহিনীর প্রতি কটাক্ষের বিষয়গুলি। আর তা নিয়ে সেনাবাহিনীর অবস্থানও স্পষ্ট করেন তিনি। ।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদনে প্রকাশিত এক খবরে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্যের নানান দিক তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, বাংলাদেশের সেনা বাহিনী সম্পর্কে যে নানান কটূক্তি ভেসে আসে, তা নিয়ে বাংলাদেশের জেনারেল ওয়াকার কী বলেছেন। রিপোর্টে বলা হয়েছে, ওয়াকার বলেন, এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে।
ঢাকায় বাংলাদেশের সেনাবাহিনীর সেনানিবাসে এদিনের ‘অফিসার্স অ্যাড্রেস’-এ সেদেশের সেনার বহু তাবড় অফিসাররা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীর উপস্থিত ও ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বলে মিডিয়া রিপোর্টে উঠে আসে। এদিনের বৈঠকে,বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়ায় সেদেশের সরকারকে সহযোগিতা করার বার্তাও দেন সেনাপ্রধান। ।
বাংলাদেশে ছাত্র-জনতা অভ্যুত্থানের পর সেদেশের সেনাবাহিনী ময়দানে নেমে বহু দায়িত্ব পালন করেছে। এই প্রসঙ্গে ওয়াকার উজজামান বলেন,সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনে সেই পেশাদারত্ব দেখাতে হবে। তাঁর সাফ বার্তা কোনওভাবেই প্রতিশোধমূলক কাজে বাংলাদেশের সেনাবাহিনীকে জড়ানো যাবেনা।
Source: bangla.hindustantimes.com