'যখন রাস্তাঘাট নিস্তব্ধ...,' রাহুলের প্রশংসায় ইন্ডিয়া জোটের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী

হোম

'যখন রাস্তাঘাট নিস্তব্ধ থাকে, তখন সংসদও অবাধ্য হয়ে ওঠে।' লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর রাজনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ইন্ডিয়া জোটের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ'র মতো 'দাক্ষিণাত্য নীতি' নিয়েছে 'ইন্ডিয়া'ও। জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে মনোনিত করেছে ইন্ডিয়া শিবির৷

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বি. সুদর্শন রেড্ডি বলেন, 'রাহুল গান্ধী রাস্তাকে কখনও নীরব থাকতে দেন না। এটা তাঁর স্বভাবেরই অংশ হয়ে গেছে। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, একটার পর একটা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা এখন তাঁর রাজনৈতিক যাত্রার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।' তিনি আরও উল্লেখ করেন যে রাহুল গান্ধী তেলাঙ্গানা সরকারের উপর চাপ সৃষ্টি করে জাতিগত জনগণনার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগকে পদ্ধতিগতভাবে কার্যকর করাতে সফল হয়েছেন। রেড্ডির মতে, এটি শুধু রাজনৈতিক আন্দোলন নয়, বরং সমাজের বাস্তব কাঠামো বোঝার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ।বিরোধী জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, জাতিগত জনগণনা নিয়ে বিরোধী শিবির যেভাবে চাপ তৈরি করছে, রেড্ডির বক্তব্য সেই কৌশলকেই আরও জোরালো করল।

বি. সুদর্শন রেড্ডি বর্তমানে বিহারের এসআইআর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি বলেন, 'সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভয়াবহ চ্যালেঞ্জের সম্মুখীন, যা সংবিধানের জন্য হুমকির স্বরূপ। ভোটাধিকার সাধারণ মানুষের হাতে একমাত্র হাতিয়ার বা অস্ত্র। যখন এটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তখন গণতন্ত্রে আর কী থাকে?' এদিকে, বি সুদর্শন রেড্ডিকে ‘ইন্ডিয়া’ মঞ্চের তরফে উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী বলে ঘোষণা করার পরেই শুভেচ্ছা জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘... আমি শ্রী বি. সুদর্শন রেড্ডি গারুকে আন্তরিক অভিনন্দন জানাই।’

গত মঙ্গলবার দুপুরে উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এই প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ।খাড়গে বলেন, 'ইন্ডিয়া জোট সর্বসম্মতিক্রমে উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে একজনকে বেছে নিয়েছে। সমস্ত বিরোধী দল একটি নামে সহমত পোষণ করায় আমি খুশি। এটি গণতন্ত্রের বড় সাফল্য।' তিনি আরও বলেন, 'প্রাক্তন বিচারপতি রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট আইনজ্ঞ। কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং পরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।' এদিকে, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণার পর সরগরম দাক্ষিণাত্যের রাজনীতি ৷ রাজনীতিতে পরিচিত মুখ 'তামিলনাড়ুর মোদী' তথা রাধাকৃষ্ণনকে এনডিএ প্রার্থী করার পর সোমবার ইন্ডিয়া'র বৈঠকেও ‘দাক্ষিণাত্য নীতি’ নিয়ে বিস্তর আলোচনা হয় । এ কথা মাথায় রেখে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতিকে বেছে নেয় ইন্ডিয়া ৷

 

 

Source: bangla.hindustantimes.com


Related News