Racially aggravated Rape in UK: দেড় মাসে দ্বিতীয় ‘বর্ণবিদ্বেষী ধর্ষণ’, ইংল্যান্ডে আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত যুবতী
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, ওয়ালসলে ২০ বছর বয়সি মহিলার 'বর্ণবিদ্বেষী ধর্ষণের' অভিযোগে সন্দেহভাজন একজন শ্বেতাঙ্গ পুরুষকে খুঁজছে তারা। এই আবহে সিসিটিভিতে ধরা পড়া সেই হামলাকারীর একটি ছবি প্রকাশ করা হয়েছে।
মাস খানেক আগেই ব্রিটেনে এক ব্রিটিশ শিখ মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তর ইংল্যান্ডে ঘটে গেল এক 'বর্ণবিদ্বেষী আক্রমণ'। ব্রিটেনের পুলিশ জানিয়েছে, এবার আক্রান্ত হয়েছেন ২০ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূ যুবতী। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, ওয়ালসলে ২০ বছর বয়সি মহিলার 'বর্ণবিদ্বেষী ধর্ষণের' অভিযোগে সন্দেহভাজন একজন শ্বেতাঙ্গ পুরুষকে খুঁজছে তারা। এই আবহে সিসিটিভিতে ধরা পড়া সেই হামলাকারীর একটি ছবি প্রকাশ করা হয়েছে।
পুলিশের অনুমান, হামলাকারীর বয়স তিরিশের ঘরে। সেই হামলাকারীর ছোট করে চুল ছাঁটা ছিল। ঘটনার সময় কালো পোশাক পরেছিল সে। তদন্তের তত্ত্বাবধানে থাকা গোয়েন্দা সুপারিনটেনডেন্ট রোনান টাইরার রোববার বলেন, 'সেই তরুণীর উপর একেবারে ভয়াবহ হামলা ছিল। আমরা দায়ী ব্যক্তিকে গ্রেফতার করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের কর্মকর্তাদের দল প্রমাণ উদ্ধার করছে এবং হামলাকারীর একটি প্রোফাইল তৈরি করছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাকে হেফাজতে নেওয়া যায়।'
সেই এলাকার গাড়িচালকদের তাঁদের ড্যাশক্যাম ক্যামেরা এবং ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের তাঁদের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখার আবেদন করেছে পুলিশ। কেউ কোনও তথ্য পেলে তা তদন্তকারীদের জানানোর আবেদন করা হয়েছে। এই নিয়ে ব্রিটিশ গোয়েন্দা বলেন, 'হতে পারে যে আপনি ওই এলাকা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং ড্যাশক্যাম ফুটেজে সেই লোকের ছবি উঠেছে। বা আপনার কাছে সিসিটিভি রয়েছে, এবং তাতে সেই লোককে দেখা গিয়েছিল। এদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে, আক্রান্ত যুবতী একজন পঞ্জাবি মহিলা। স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে শিখ ফেডারেশন ইউকে বলেছে যে 'ওয়ালসলে বর্ণবিদ্বেষী ধর্ষণের শিকার হওয়া যুবতী একজন পঞ্জাবি মহিলা। সেই যুবতী যে বাড়িতে থাকতেন তার দরজা ভেঙে দেয় হামলাকারী। এই অপরাধের প্যাটার্ন খুবই উদ্বেগজনক।'
এর আগে গত সেপ্টেম্বরে ওয়েস্ট মিডল্যান্ডেরই ওল্ডবারিতেও এক শিখ মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনাটি ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ ঘটেছিল। সেই ঘটনাটিও বর্ণবিদ্বেষী হামলা হিসেবেই গণ্য করছিল পুলিশ। সেই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল। তবে পরে তারা জামিনে ছাড়া পেয়ে যায়।
Source: www.hindustantimes.com


