NTA on JEE Main 2026: জেইই মেন পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? বিভ্রান্তি বাড়তেই নয়া ঘোষণা NTA-র

হোম

২০২৬ সালের জেইই মেন পরীক্ষার সময় স্ক্রিনে ভার্চুয়াল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? দু'দিন আগেই এনটিএ এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে সেই নিয়ে বিভ্রান্তি ছড়ায়। এবার তা নিয়ে এনটিএ-র অবস্থান স্পষ্ট করা হল। 

দু'দিন আগেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, ২০২৬ সালের জেইই মেন পরীক্ষার সময় স্ক্রিনে ভার্চুয়াল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে এবার নতুন এক ঘোষণা করল এনটিএ। জানিয়ে দেওয়া হল, পরীক্ষার্থীরা কোনও ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে স্নাতক কোর্সে ভর্তির জন্য আগ্রহী পড়ুয়দের নির্বাচন করার জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

রবিবার রাতে জারি করা এক নোটিশে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক নোটিশে 'অনস্ক্রিন স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরের' উল্লেখ ছিল, সেটি 'টাইপোগ্রাফিক ত্রুটি' ছিল। এনটিএ স্পষ্ট করে দিয়েছে, এজেন্সির জেনেরিক টেস্ট প্ল্যাটফর্মে ক্যালকুলেটর ফিচারটি থাকলেও জেইই (মেন) পরীক্ষায় এর ব্যবহার অনুমোদিত হবে না।

এনটিএ তাদের রবিবারের বিজ্ঞপ্তিতে বলেছে, 'এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি)-জেইই (মেন) ২০২৬-এর তথ্য বুলেটিন। সেই তথ্য বুলেটিনের অ্যাপেন্ডিক্স-VIII-এ উল্লেখ করা হয়েছিল যে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি) চলাকালীন একটি অনস্ক্রিন স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর পাওয়া যাবে। তবে, এই ফিচারটি জেনেরিক পরীক্ষা পরিচালনা প্ল্যাটফর্মের অংশ মাত্র। এনটিএ-র পরিচালিত জেইই (মেন)-এর ক্ষেত্রে প্রযোজ্য থাকবে না সেই ফিচার। কারণ এই পরীক্ষায় কোনওভাবেই ক্যালকুলেটর ব্যবহার অনুমোদিত নয়।'

উল্লেখ্য, ৩১ অক্টোবর থেকে জেইই মেন ২০২৬-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২৭ নভেম্বর পর্যন্ত চালু থাকবে এই অনলাইন আবেদন প্রক্রিয়া। পরীক্ষার প্রথম সেশন ২০২৬ সালের ২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ফলাফল ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, জেইই মেন বছরে দু'বার অনুষ্ঠিত হয়- জানুয়ারি এবং এপ্রিল মাসে। পেপার ১ (B.E./B.Tech) হল একটি সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা যার ৭৫টি প্রশ্ন এবং মোট ৩০০ নম্বর থাকে। পেপার ২এ (B.Arch) সিবিটি এবং কলম-ও-কাগজ অঙ্কন বিভাগগুলিকে একত্রিত করে ৪০০ নম্বর দেয়, এবং পেপার ২বি (B.Plan) সম্পূর্ণ CBT-ভিত্তিক পরীক্ষা যার প্রায় ১০০টি প্রশ্ন থাকে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর থাকে এবং প্রতিটি ভুল এমসিকিউ-এর জন্য ১ নম্বর কাটা হয়। প্রতিবন্ধী প্রার্থীরা পরীক্ষার সময়কালের প্রতি ঘণ্টায় ২০ মিনিট ক্ষতিপূরণমূলক সময় পান।

 

Source: www.hindustantimes.com


Related News