BSNL Recharge Plan Latest Update: মাত্র ২২৫ টাকায় দৈনিক ২.৫ জিবি হাইস্পিড ডেটা! চলবে ৩০ দিন, বাম্পার অফার কোথায়?
মাত্র ২২৫ টাকায় দৈনিক ২.৫ জিবি হাইস্পিড ডেটা! চলবে ৩০ দিন, সেইসঙ্গে আছে আনলিমিটেড ভয়েস কলিং এবং দিনে বিনামূল্যে ১০০টি এসএমএসের সুযোগও। কোন সংস্থার কোন প্ল্যানে এরকম দুর্দান্ত অফার মিলছে? আর কী সুযোগ আছে?
আপনি যদি নিজের মোবাইলে এমন একটি প্ল্যান রিচার্জ করার পরিকল্পনা করেন, যা কম দামে বেশি মূল্য দেয়, তাহলে বিএসএনএলের ২২৫ টাকার প্ল্যানটি নিশ্চিতভাবে ভাবো বিকল্প হতে পারে। এই প্ল্যানে প্রতিদিন হাইস্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি SMS পাবেন। যেখানে জিয়ো, এয়ারটেলের মতো টেলিকম ব্র্যান্ডগুলি বেসিক প্রিপেড প্ল্যানকে ২৫০ টাকার উপরে নিয়ে গিয়েছে, সেখানে বিএসএনএল এখনও তার ইউজারদের অত্যন্ত সাশ্রয়ী এবং ভ্যালু-ফর-মানি অফার দিচ্ছে। ওই প্ল্যানের অন্যতম বিশেষত্ব হল যে এটির ভ্যালিডিটি ৩০ দিনের। অর্থাৎ ২৮ দিনের নয়, এক মাস বলতে একেবারে ৩০ দিনই চলবে সেই প্ল্যান। মাসজুড়ে কোনও টেনশন ছাড়াই ফ্রি কল এবং ডেটার উপভোগ করতে পারবেন।
মাসে মোট ৭৫ জিবি হাইস্পিড ডেটা
বিএসএনএলের এই পাওয়ার প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা প্রতি মাসে সীমিত বাজেটে রিচার্জ করেন এবং ডেটা ও কলিং উভয়েরই প্রয়োজন হয়। এই প্যাক রিচার্জ করলেই ইউজার প্রতিদিন ২.৫ GB হাইস্পিড ডেটা পাবেন। অর্থাৎ পুরো মাসে মোট ৭৫ GB হাইস্পিড ডেটা পাবেন। যদি আপনার হাইস্পিড ডেটা লিমিট শেষ হয়ে যায়, তাহলে স্পিড কমে ৬৪ kbps হয়ে যাবে। অর্থাৎ ইন্টারনেট চলতে থাকবে, শুধু একটু ধীর গতিতে।
সব নেটওয়ার্কে ফ্রি কলিং করা যাবে?
বিএসএনএলের এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাবেন। আপনি যদি বিএসএনএল থেকে বিএসএনএলে ভয়েস কলিং করেন, তা তো বিনামূল্যে হবেই। সেইসঙ্গে বিএসএনএল থেকে অন্য নেটওয়ার্কে ফোন করলেও এক পয়সা গুনতে হবে না। ভয়েস কলিং পুরোপুরি ফ্রি। সেইসঙ্গে এই প্ল্যানের আওতায় দৈনিক ১০০টি এসএমএসেরও সুবিধা দেওয়া হচ্ছে।
শুধু ইন্টারনেট বা কলিং নয়, মিলবে বিনোদনের সুযোগও
যদিও ২২৫ টাকার প্ল্যানটি একটি বাজেট ক্যাটগরির প্ল্যান, তবুও এতে ইউজাররা কিছু ফ্রি অ্যাড-অন সার্ভিস পেয়ে থাকেন। গ্রাহকরা BSNL Tunes, BSNL Cinema, এবং Eros Now অ্যাপের অ্যাক্সেস পেতে যান। অর্থাৎ আপনি যেমন দরকারে ভয়েস কলিং এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, সেরকমভাবে বিনোদনমূলক কাজকর্মও করতে পারবেন।
তাছাড়াও বিএসএনএলের ৩৪৭ টাকার একটা প্ল্যানও আছে। সেই প্ল্যানের ভ্যালিডিটি ৫০ দিনের। প্রতিদিন দু'জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। অর্থাৎ ইউজার মোট ১০০ জিবি পর্যন্ত হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারেন। দৈনিক লিমিট শেষ হওয়ার পরেও ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয় না। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও আছে। দিনে বিনামূল্যে ১০০টি মেসেজ পাওয়া যায়।
Source: www.hindustantimes.com


