Brazilian Model Haryana Voter Claim: রাহুলের ব্রাজিলিয়ান মডেল ভোটারের রহস্য ‘ফাঁস’, সত্যি কি হরিয়ানায় ভোট বিদেশিনীর?
গতকাল রাহুল গান্ধী এক বিদেশি মহিলার ছবি দেখিয়ে অভিযোগ করেছিলেন, হরিয়ানায় নাকি বিধানসভা নির্বাচনে একাধিকবার ভোট দিয়েছিলেন এক বিদেশি মডেল।
'ইনি কে?' গতকাল রাহুল গান্ধী এক বিদেশি মহিলার ছবি দেখিয়ে অভিযোগ করেছিলেন, হরিয়ানায় নাকি বিধানসভা নির্বাচনে একাধিকবার ভোট দিয়েছিলেন এক বিদেশি মডেল। তাঁর এই অভিযোগের পরপরই হইচই পড়ে যায়। তবে বিষয়টি খতিয়ে দেখার পর জানা গিয়েছে, অন্তত পাঁচটি ক্ষেত্রে সঠিক ভোটারই নিজের নিজের ভোট দিয়েছিলেন হরিয়ানায়। তাঁদের জায়গায় কোনও ব্রাজিলিয়ান মডেল ভোট দেননি।
রাহুল গান্ধী গতকাল বলেছিলেন যে হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রে নাকি ব্রাজিলিয়ান মহিলা ১০টি বুথে ২২টি ভোট দিয়েছেন। ভোটার তালিকায় আলাদা আলাদা মহিলার নাম থাকলেও ভোটার তালিকায় সবার ছবির জায়গায় সেই ব্রাজিলিয়ান মডেলের ছবি ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস অবশ্য রাহুলের দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত করে। এমন চারজন মহিলা ভোটারের সঙ্গে যোগাযোগ করা হয়, রাহুলের দাবি অনুযায়ী যাদের নামের পাশে এই ব্রাজিলিয়ান মডেলের ছবি ছিল। এই সমস্ত ক্ষেত্রে মহিলারা বলেছিলেন যে তাঁরা নিজেরাই নিজেদের ভোট দিয়েছিলেন।
একজন গৃহবধূ সুইটি বলেছিলেন, 'আমি ২০১২ সালের ভোটার কার্ড ব্যবহার করেছি, কোনও সমস্যা হয়নি।' মনজিৎ নামের আরেক ভোটারও নিশ্চিত করেছেন যে তিনিও কোনও সমস্যা ছাড়াই ভোট দিয়েছেন। সেক্টর ৩৫-এর বাসিন্দা দর্শন জুনের মেয়ে হর্ষা জুন তাঁর মায়ের ২০১৯ সালের ভোটার কার্ড দেখিয়ে বলেছিলেন, 'এই ছবিটি ভুল, তবে তাঁর ভোট দিতে কোনও সমস্যা হয়নি।' মাচরাউলা গ্রামের বাসিন্দা পিঙ্কি বলেন, তাঁর ভোটার কার্ডে ভুল ছবি থাকলেও তিনি স্থানীয় বাসিন্দা। ব্রাজিলিয়ান নয়। তিনি ভোটার কার্ড সংশোধনের জন্য কার্ডটি বিএলওকে ফিরিয়ে দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত কোনও নতুন কার্ড পাননি। একই সঙ্গে বুথ লেভেল অফিসার ববিতা ও প্রাক্তন বিএলও সুশীলা জানান, এই গোলমালের বিষয়ে তাঁরা অবগত নন।
এদিকে রাহুল গান্ধী পুনম নামের এক মহিলার ক্ষেত্রেও অভিযোগ করেছিলেন যে সেই নামে ভোট দিয়েছেন ব্রাজিলিয়ান মডেল। তবে টাইমস নাও নবভারতের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুনম নামক ভোটারের অস্তিত্ব রয়েছে এবং তাঁর ভোটার কার্ডে তাঁর নিজেরই ছবি রয়েছে। এই আবহে রাহুলের ভুয়ো ভোটারের দাবিটা ঠিক মিলছে না এই ক্ষেত্রেও। উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী জয় ভগবান অন্তিল রাই বিধানসভা আসনে ৪৬৭৩ ভোটের ব্যবধানে হেরে যান।
Source: www.hindustantimes.com


