Bihar Assembly Election Latest Update: SIR-এর পর প্রথম ভোট, বিহারে ভোটদানের হার বাড়ল না কমল? এল চমকে দেওয়া পরিসংখ্যান

হোম

বিহারে ২৪৩টি আসনের মধ্যে ১২১টিতে গতকাল ভোটগ্রহণ করা হয়। এবং তাতে ভোটদানের হার ছিল ৬৪.৬৬ শতাংশ। নির্বাচন কমিশন (ইসিআই) জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গিয়েছে, গত ১৫ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ হারে ভোট পড়েছে বিহারে।

৬ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। ২৪৩টি আসনের মধ্যে ১২১টিতে গতকাল ভোটগ্রহণ করা হয়। এবং তাতে ভোটদানের হার ছিল ৬৪.৬৬ শতাংশ। নির্বাচন কমিশন (ইসিআই) জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গিয়েছে, গত ১৫ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ হারে ভোট পড়েছে বিহারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই ১২১ আসনে ৯.৩ শতাংশ বেশি ভোট পড়েছে এবং ২০২০ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ৮.৮ শতাংশ বেশি ভোট পড়েছে এবারের প্রথম দফায়। শেষবার বিহারে এত বেশি ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছিল ২০১০ সালের বিধানসভা নির্বাচনে।

উল্লেখ্য, বিশেষ ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) পর বিহারে ভোটারের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। রাজ্যে প্রায় ৩০.৭ লক্ষ নাম বাদ দেওয়া হয় এসআইআর থেকে। এর ফলে ভোটার তালিকার প্রায় ৪ শতাংশ নাম কাটা পড়ে। শুধুমাত্র প্রথম দফায় যে ১২১টি আসনে ভোট হয়েছে, সেখানকার ১৫.৩ লক্ষ ভোটারের নাম কাটা পড়েছিল এসআইআর-এ। তা সত্ত্বেও, বৃহস্পতিবার ৩.৭৫ কোটি ভোটারের মধ্যে ২.৪৩ কোটি ভোট দিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যাটা ছিল ২.১৫ কোটি।

পরিসংখ্যান খতিয়ে দেখা যাচ্ছে, ২০১০ এবং ২০১৫ সালের মধ্যে ভোটারদের সংখ্যা ২১.৭ শতাংশ বেড়েছিল এবং ভোটদাতা বেড়েছিল ৩০.৫ শতাংশ। ২০১৫ এবং ২০২০ সাবের মধ্যে উভয়ই প্রায় ৯ শতাংশ করে বৃদ্ধি পেয়েছিল। ২০২০ সাল থেকে ২০২৫ সালে ভোটারের সংখ্যা মাত্র ১.১ শতাংশ বৃদ্ধি পায়। তবে ভোটদাতার সংখ্যা ১৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে এটাই বোঝা যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ার জেরে প্রকৃত ভোটারদের উপর প্রভাব পড়েনি। যাদের নাম কাটা পড়েছে, তাঁদের বেশিরভাগই ভুয়ো বা অন্যত্র চলে যাওয়া ভোটার ছিলেন। বিশ্লেষকরা মনে করেন, এত বেশি ভোটার উপস্থিতি প্রমাণ করে যে বিহারে ভোটার তালিকা পরিষ্কার করা সত্ত্বেও গণতান্ত্রিক অংশগ্রহণ বেড়েছে। তবে নির্বাচন কমিশন স্বতন্ত্র ভোটারদাতার তালিকা প্রকাশ করে না, তাই কোন ভোটার ভোট দিয়েছেন তা নিশ্চিত করা যাচ্ছে না।

 

 

Source: www.hindustantimes.com


Related News