IND vs UAE Rising Stars Asia Cup 2025: মাত্র ৪২ বলে ১৪৪ রান- এশিয়া কাপে আগুন ঝরালেন বৈভব, ১৩ ওভারে ভারত তুলে ফেলল ১৯৯!
৪২ বলে ১৪৪ রান - গলি ক্রিকেটেও যা হয় না, সেটাই রাইজিং স্টার্সে এশিয়া কাপে করে দেখালেন বৈভব সূর্যবংশী। শুক্রবার দোহায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ভারতীয় তরুণ। মারলেন ১১টি চার। আর ১৫টি ছক্কা। অর্থাৎ বাউন্ডারি মেরেই ২৬ বলে ১৩৪ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ৩৪২.৮৫। এমনই খেলছিলেন যে কয়েকটা বল থাকলেও ২০০ রানটা করে ফেলতেন। তাও টি-টোয়েন্টি ক্রিকেটে। আর সেই বিধ্বংসী ইনিংসের সুবাদে জোড়া নজিরও গড়ে ফেলেছেন বৈভব।
আজ কী কী নজির গড়লেন বৈভব?
১) পুরুষদের জাতীয় দলের প্রতিনিধিত্ব দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শতরান হাঁকালেন বৈভব। আজ যখন শতরান করেন, তখন তাঁর বয়স ১৪ বছর ২৩২ দিন।
২) পুরুষদের যে কোনও টি-টোয়েন্টি ম্যাচে শতরান হাঁকিয়েছেন, এমন ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ স্ট্রাইক রেট থাকল বৈভবের ঝুলিতে। আজ বৈভবের স্ট্রাইক রেট ছিল ৩২৪.৮৫।
আর তাঁর সেই বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ভারতীয় ‘এ’ দলের স্কোর তিন উইকেটে ১৯৯ রান। শুক্রবার দোহায় টসে জেতার পরে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক জিতেশ শর্মা। প্রাথমিক তাণ্ডবটা শুরু করেন প্রিয়াংশ আর্য। তিনি আউট হয়ে যাওয়ার পরে সেই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন বৈভব। মাত্র ৩২ বলে শতরান পূরণ করে ফেলেন।
Source: www.hindustantimes.com


