North Bengal Lobby Dr SP Das: 'CM-র চিকিৎসক বলে...', মমতার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন 'উত্তরবঙ্গ লবির মাথা' এসপি দাস
আরজি কর কাণ্ডের পর থেকেই 'উত্তরবঙ্গ লবি' নিয়ে নানান অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এর আগেও 'উত্তরবঙ্গ লবি' নিয়ে বারবার অভিযোগ সামনে এসেছিল চিকিৎসক মহলে। তবে আরজি করে তরুণী পিজিটি ধর্ষণ ও খুনের ঘটনার পর সেই অভিযোগ যেন ক্ষোভে পরিণত হয়েছে। আর এই আবহে এবার মুখ খুলেছেন সেই বহুল আলোচিত ডঃ এসপি দাস।
আরজি কর কাণ্ডের পর থেকেই 'উত্তরবঙ্গ লবি' নিয়ে নানান অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এর আগেও 'উত্তরবঙ্গ লবি' নিয়ে বারবার অভিযোগ সামনে এসেছিল চিকিৎসক মহলে। তবে আরজি করে তরুণী পিজিটি ধর্ষণ ও খুনের ঘটনার পর সেই অভিযোগ যেন ক্ষোভে পরিণত হয়েছে। আর এই আবহে এবার মুখ খুলেছেন সেই বহুল আলোচিত ডঃ এসপি দাস।
আনন্দবাজার পত্রিকার কাছে নাকি এসপি দাস দাবি করেছেন, তিনি আর 'কোনও কিছুর মধ্যে' থাকতে চান না। প্রসঙ্গত, অস্থি-শল্য চিকিৎসক এই শ্যামাপদ দাসকে নিয়েই চিকিৎসক মহলে দাবি, রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার 'অলিখিত অভিভাবক' হয়ে গিয়েছেন তিনি। অভিযোগ, তথাকথিত উত্তরবঙ্গ লবির কথা না শুনলেই নাকি সরকারি পদে থাকা চিকিৎসকদের মাথার ওপর নেমে আসত শাস্তিমূলক বদলির খাড়া। যদিও এই সবের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এসপি দাস।
source:-https://bangla.hindustantimes.com
>